আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি- শামসুর রাহমান
শুরু হল একুশের মাস, ভাষার মাস। এই ভাষার মাসের শুরুতেই আমার প্রতিজ্ঞা হল- শুদ্ধভাবে বাংলা লিখতে, পড়তে ও বলতে পারা জন্য সচেষ্ট থাকব।
বাংলার প্রতি আমাদের সর্বত্র অবহেলা অমর্যাদা। স্নাতকোত্তর সম্পন্ন করার পরও শুদ্ধ বাংলা লিখতে পারিনা। বিষয়টি প্রায়ই আমাকে আহত করে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও বিষয়টি শুদ্ধ বাংলার চর্চা অবহেলিত। প্রায়সই ভুল বানানের নথি, পোষ্টার, ব্যানার, সাইনবোর্ড চোখে পড়ে।
বাংলা একাডেমিকি শুধু বইমেলা আয়োজন করেই দায় শেষ করে দেয়। কিন্তুু তাদের কাজ নতুন নতুন শব্দ যুক্ত ও সংশোধন করা। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে দৈনন্দিক কাজে ইংরেজি শব্দের ব্যবহার বেড়েই চলছে। বিপুল সংখ্যক ইংরেজি শব্দ বলতে আমরা অভ্যস্ত হয়েগেছি। তাহলে বাংলা একাডেমি কি ভূমিকা রাখছে?
ইদানিং প্রিন্ট মিডিয়াতে প্রচুর পরিমানে ইংরেজি শব্দ ব্যবহার লক্ষ্য করা যায়। যা দেখভাল করবার কোন নিয়ম বা কতৃপক্ষ আছে কিনা জানিনা। তবে কাজটি আমাদেরকেই করতে হবে। তাই এবছর বাংলা ভাষার দক্ষতা বৃদ্ধিতে ব্যক্তিগতভাবে আমি কাজ করব।
আসুন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সচেষ্ট হই।