আজকের মতো সেদিনেও ছিলো মুশলধারে বৃষ্টি। সকাল থেকে রাত পর্যন্ত একটানা বৃষ্টি। সকালে শাহবাগ থেকে ফুল ও সাজসজ্জার সরঞ্জামাদি নিয়ে গড়িতে উঠি। মেরাদিয়া বাজারে খাসি কিনতে গিয়ে বৃষ্টির কবলে বড়েছি। বৃষ্টির কারনে কোন কিছু থামিয়ে রাখা যাবে না। বৃষ্টির সাথে সমানতালে চলছে প্রস্তুতি। খাসি জবাই ও প্রক্রিয়াকরণ শেষে রওনা করলাম মূল গন্তব্য সাভারের উদ্দেশ্যে। মনে হচ্ছিলো সকাল থেকে হয়তো দুপুর পর্যন্ত বৃষ্টি হবে বড়জোর বিকেল পর্যন্ত। সাভারে পৌছলাম। প্রস্তুতির পালা। কিন্তু বৃষ্টিতো থামছে না। বাসার ছাদকে ঘিরে মূল পরিকল্পনা। আল্পনা, স্টেজ ডিজাইন ও অন্যান্য সাজসজ্জাসহ প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। বৃষ্টি থামলে বাকি আনুষ্ঠানিকতা শুরু হবে।
বৃষ্টিতে কারনে প্রস্তুতিতে কিছুটা বিরতি নিয়েছি। এর মধ্যে দুপুরের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্স সর্বশেষ সেমিস্টারের প্রথম ক্লাস। মনে হচ্ছিলো বিরতির ফাঁকে ক্লাসে গিয়ে স্যারকে বলে আসি আর সহপাঠীদেরকে অনুষ্ঠানে নিয়ে আসি। কিছুক্ষণ ক্লাস করার পর ঝড়ের তিব্রতা বাড়তে থাকে। একটা ক্লাস শেষ করে স্যারকে বলে বের হবো কিন্তু বৃষ্টি এতো বেশি যে বের হওয়ার উপায় নেই। এদিকে বাসা থেকে ফোনের পর ফোন। বৃষ্টি বাড়ছে, সাজসজ্জা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। সময় যতো ঘনিয়ে আসছে সিদ্ধান্ত ততই পরিবর্তন করতে হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ি অনুষ্ঠান হবেই। বৃষ্টির মধ্যেই হবে সবকিছু। এমন দৃড় মনোবল নিয়ে এগিয়ে চলেছি। এদিকে সহকর্মী বন্ধুরা ছাদের সাজসজ্জার বিকল্প স্থান বের করে পুনরায় নতুন করে প্রস্তুতি নিতে থাকে। কিছুটা মন খারাপ হলেও আমি তখন নিরূপায় ও নিশ্চুপ। অনেক পরিকল্পনা করে সুন্দর অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা থাকলেও বিরূপ প্রাকৃতিক পরিবেশের জন্য পুরোপুরি হয়ে উঠেনি। তবুও সকলের সহযোগিতায় ও অংশগ্রহণে শেষ পর্যন্ত সফল অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে গত বছর ১৭ জুন ২০২২ শুক্রবার সাভারে নিজ বাড়িতে বিয়ের প্রথম আনুষ্ঠানিকতা গায়ে হলুদ সম্পন্ন হয়। অফিসের সহকর্মীদের ও সংগঠনের বন্ধুদের আন্তরিক সহযোগিতার কারনে এতো প্রতিকূলতার মধ্যেও সফল অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়েছে। সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
এর দুই দিন পর বিয়ের কার্ড ফেসবুকে শেয়ার করে শুভকাজে সবার কাছে আশির্বাদ কামনা করি। তারপরই প্রথম আলো থেকে ফোন আসে ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধনের দিনে বিশেষ এই উদ্যোগ পত্রিকায় তুলে ধরার জন্য। বাকিটা সবার জানা। এতো ঝড়-বৃষ্টির মধ্যে সীমিত পরিসরে করা সেই গায়ে হলুদের আয়োজনের ছবি সকল গণমাধ্যমে ফলাও করে প্রচার পায়। তারপর মনে হলো পরিশ্রম সার্থক। ঠিক একবছর পর ১৭ জুন ২০২৩ শনিবার সন্ধ্যা থেকে সেদিনের মতো প্রচণ্ড ঝড় বৃষ্টি আমাকে আপ্লুত করে তোলে। এজন্যই এতা বড় লেখা লিখলাম। বাকি গল্প অন্যকোন লেখায় তুলে ধরবো।
সবাইকে আবারো ধন্যবাদ।
১৭ জুন ২০২৩