আজ প্রথম আলো জবস এর কার্যালয়ে বন্ধুসভার বন্ধুদের নিয়ে আয়োজন করা হল ক্যারিয়ার ক্লিনিকের। জাভেদ পারভেজ ভাই এর উপস্থাপনা খুবই ভালো লেগেছে। দেড় ঘন্টার বক্তব্যে জীবনের লক্ষ নির্ধারন এবং লক্ষ অর্জনের বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করা হয়েছে। সম্পূর্ন বক্তব্যের মূল বিষয়গুলো নিম্নরূপ:
১. আপনাকে দিয়ে কি হবে বা আপনি কি করতে পারবেন? এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর আপনিই জানেন।
২. প্রত্যেকটি বিষয় বা কাজ দুইবার তৈরী হয়। একবার মাথায় আর একবার হতে। অর্থাৎ একবার চিন্তায় আর একবার বাস্তবায়নে।
৩. ছোট ছোট বিষয়গুলো দিলে আপোস করা শুরু করুন।
৪. একদিকে প্রিন্সিপল বা নীতি অন্যদিকে সামাজিক মূল্য। জীবনে কখনোই প্রিন্সিপল এর সাথে আপোস করবেন না।
৫. দৃষ্টিভঙ্গি বানাম সামাজের দর্পন। আপনার দৃস্টিভঙ্গির উপর নির্ভর করে একটি কাজের মূল্যায়ন কি হবে।
৬. আমরা জীবনের সব কাজকর্মের মধ্যদিয়ে শুধুই সুখ খুঁজি। সুখি হতে চাই।
৭. আপনি যদি মনে করেন আপনি পারবেন তাহলেই আপনি পারবেন। আপনার যেটা সপ্ন বা ইচ্ছা তা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্ট করতে হবে।
৮. আপনি কেন সুনির্দিস্ট একটি লক্ষে পৌছাতে চান তার আপনার কাছে স্পস্ট হতে হবে।
9. Don’t spare anything Unchallenged.
১০. 10. FEAR means False Education Appearing Real. ভয় মানে মিথ্যা শিক্ষার বাস্তব উপস্থিতি।