জেন্ডার বনাম সেক্স

বৈষম্য(Discrimination) বনাম পার্থক্য(Difference)
জেন্ডার এবং সেক্স এর বিষয়টি বোঝার জন্য প্রথমেই ‘বৈষম্য’ এবং ‘পার্থক্য’ এ দুটির পার্থক্য বুজতে হবে।
বৈষম্য- দুইজন ব্যক্তির বা মানুষের যে বিষয়গুলি ইচ্ছা করলে আমরা নিয়ন্ত্রন বা পরিবর্তন করতে পারি তাই হচ্ছে তাদের মধ্যে বৈষম্য।অর্থ্ৎ বৈষম্য মানব সৃষ্ট বিষয়।
পার্থক্য– যেসব বিষয় মনুষ প্রকৃতিগতভাবে পেয়ে থাকে অর্থাৎ মানুষের নিয়ন্ত্রনের বাইরে তাই হচ্ছে পার্থক্য। যেমন সন্তান ধারন, বুকের দুধ পার, প্রজনন অঙ্গ ইত্যাদি

জেন্ডার(Gender) বনাম সেক্স(Sex)
জেন্ডার একটি সামাজিক বিষয়। জেন্ডার দেশ, সময়, কাল ও অবস্থান ভেদে ভিন্ন বা পরিবর্তনশীল। এটা শুধু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন: নারীদের বেশিরাতে বাহিরে থাকা নিষেদ অথচ পুরুষের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
অপরদিকে সেক্স একটি প্রাকৃতিক বিষয় যা সর্বত্র একই রকম হয়ে থাকে। এটা সব প্রানীকুলের জন্য বিদ্যমান।

Gender Roll vs Sex Roll
আমরা আমাদের সব কাজকে তিন ভাগে ভাগ করতে পারি
১. উৎপাদনমূলক: যে কাজের বিনিময় মূল্য আছে। অর্থাৎ যে কাজ অর্থ বা অন্য কিছুর বিনিময়ে করা হয় তাই উৎপাদনমূলক কাজ।
২. পুনঃউৎপাদনমূলক: যে কাজের কোন বিনিময় মূল্যনেই তাই হচ্ছে পুনঃউপাদনমূলক কাজ। যেমন গর্ভধারন ও প্রসব, রান্না করা, গৃহস্থলির কাজ ইত্যাদি
৩. সামাজিক: সামাজিক কাজ দুই দরনের হয়ে থাকে একটি সামাজিক ব্যবস্থাপনা বা অনুষ্ঠান। যেমন: বিয়ে, জন্মদিন ইত্যাদি। অপরটি হল সামাজিক রাজনৈতিক ভূমিকা। যেমন: শাসিশ, বিচার ও বিভিন্ন কমিটি

Gender needs
জেন্ডার চাহিদা কে দুটি ভাগে ভাগ করা হয়েছে।
বাস্তবমুখী চাহিদা: বাস্তবমুখী চাহিদার মাধ্যে আছে নারীদের চলার জন্য যে সব সুযোগ সুবিধা দৈনন্দিন প্রয়োজন যেমন: পানি, গ্যাস, স্বাস্থ সেবা  ইত্যাদি সুবিধা নিশ্চিত করা।
কৌশলগত চাহিদা: যা রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক পদক্ষেপের বিষয়। যেমন: বাসে নারীদের জন্য আসন বরাদ্দ রাখা, সংসদে আসন বরাদ্দ ইত্যাদি।

Gender blind VS Gender Bias
জেন্ডার বায়াস: এটি হচ্ছে কোন একটি লিঙ্গকে বেশি বা অতিমাত্রায় গুরুত্ব দেওয়াটকেই জেন্ডার বায়াস বলে। যেমন বিজ্ঞাপনে নারীকে অধিক হরে ব্যবহার করা।
জেন্ডার ব্লাইন্ড: এটি হল জেন্ডার বায়াস এর বিপরীত। কোন কাজে বা আয়োজনে নারীর বিষয়টি বিবেচনা না করা। যেমন বাজেটে নারীকে অন্থভূক্ত করা বিষয়টিতে নারীকে বিবেচান না করা।

বাংলাদেশ নারী প্রগতি সংহ এবং অক্সফেম এর আয়োজিত “Training on Gender and Woman leadership” এ অংশগ্রহন করেছি। দুই দিনব্যপি এ কর্মশালায় জেন্ডার এবং সেক্স, নারীর ক্ষমতায়ন, নারী নীতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।
আজ (18.03.14)ছিল এ কর্মশালার প্রথম দিন। আজকে যে সব বিষয় আলোচনা করা হয়েছে তার একটি সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করেছি। যারা কর্মশালায় থাকতে পারেননি তাদের উপকারে আসবে বলে আশা করছি।

১৮.০৩.১৪

By Hasan Mahmud

This is Hasan Mahmud from Bangladesh. I completed Masters Degree on Statistics from Jagannath University. I’m Extrovert in Nature and like to take challenge. Want to be a entrepreneur. Have involvement with Several Social and Cultural Organizations.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *