সাম্প্রতিক কালে একটি বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কমিটি নিয়ে যে তান্ডব লক্ষ্য করেছি তা কখনোই জাতীয় রাজনীতির জন্য সুখকর নয়।
এতে প্রমানিত হয় তরুন ও মেধাবি এসব কর্মিরা কাজ করে শুধু টাকা আর কমিটিতে পদ পাওয়ার লোভে। সমাজকে বা দেশকে কিছু দেওয়ার জন্য নয়। অথচ এরাই একদিন বড় নেতা হয়ে দেশ পরিচালনা করবে।
সরকারি বা বিরোধী দলের ক্ষমাতার কোনটিই দলটির নেই। তারপরও তাদের ছাত্র সংগঠনের কর্মিদের এ ধরনের পদের লোভ কাজ করে। পদ পাওয়া মানেইকি দেশ ও মানুষের জন্য বড় কিছু করেফেলা নাকি ক্ষমতার অপব্যবহার করে সমাজের ক্ষতি করা।
আমাদের দেশে এই নেতৃত্বের জায়গাতে অনেক শূন্যতা আছে। ক্ষমতাসীন দলের ক্ষেত্রেও এমটি হয়ে থাকে।
যারা প্রকৃতি নেতা তারা কখনোই পদের লোভ করেনা। পদে না থেকেও দলে গুরুত্বপূর্ন ভূমিকা রাখা যায়। নেতা হবার ইচ্ছা থাকাটা খুবই ভারো লক্ষন। কিন্তু নেতা হতে না পারলে মেনে নেওয়াটাও একটা বড় যোগ্যতা এবং পরিক্ষা। একবার না হতে পারলেই কি সুযোগ শেষ। যোগ্যতা থাকলে সুযোগ বার বার ধরা দেবে।
দয়াকরে তরুন মেধাবীদের রাজনীতিতে আসার পরিবেশ নষ্ট করবেন না।
আপনাদের মঙ্গল কামনা করছি।