অনেক দিন পর পুনরায় বিতর্ক চর্চার সাথে যুক্ত হলাম।পড়াশোনা, সংগঠন, অনুষ্ঠন ইত্যাদির কারনে প্রায় ১বছর বিতর্ক চর্চা থেকে একটু দূরে ছিলাম।আজ উৎসব শেষে দিন গুলোর কথা খুব মনে পড়ছিলো।তাই অনেক ক্লান্ত থাকার পরও লিখতে বসলাম।
মনে হচ্ছে বিতর্ক চর্চার মধ্যে একটা ভালোলাগা কাজ করে। আশা করি এখন থেকে নিয়মিত বিতর্ক চর্চার সাথে থাকতে পারব। বিতর্ক চর্চা,বিচার কার্য্য,কর্মশালা,আয়োজন ইত্যাদির সাথে ২০০৮ সাল থেকে সম্পৃক্ত। স্কুল কলেজে কখনো বিতর্ক করিনি।২য় সেমিস্টার থেকে কর্মশালার মাধ্যমে বিতর্ক অঙ্গনে প্রবেশ খুব অল্প সময়ের মধ্যে আমার বিতর্ক সবার মাঝে প্রশংসিত হতে থাকে।কিন্তু রাজনৈতিক জাটিলতার কারনে বাইরে খুব একটা বিতর্ক করার সুযোগ পাইনি।তবে বিভিন্ন সময় অংশগ্রহন কারি দলের সাথে গিয়ে বিতর্ক দেখতাম খুব।তার পরও বেশ কিছু বিতর্কের আয়োজনের সাথে থাকতে সুযোগ হয়েছে
পরবর্তিতে পরিক্ষা, সংগঠন চর্চা ও মুক্ত পেশায় মনোযোগ দেওয়ার পর বিতর্ক চর্চা থেমে যায়।এর মধ্যে বিতর্ক জগতের বিভিন্ন নোংরামি, হিংসামি, অপ্রিতিকর বিষয়ের অভিজ্ঞাও হয়েছে।সবকিছু নিয়ে “সংগঠন ও বিতর্ক চর্চা” নানামে ধারাবাহিক ভাবে লিখতে চাই।