বিদায় ২০১৪

চতুর্দিকে আতশ বৃষ্টি। উচ্চস্বরে গান বাজছে প্রতিটি বড়ির ছাদে। পুরান ঢাকার উৎসব মুখোর এই পরিবেশ থেকে বিদায় নিচ্ছি নতুন বছরের প্রথম দিনে।
দির্ঘ ৮বছরের শিক্ষা জীবনের স্মৃতি জড়িয়ে আছে গলির শহর পুরান ঢাকায়।
ক্যাম্পাস, বাসা, নিজের অফিস এসবের মধ্যেদিয়ে কেটেছে জীবনের গুরুত্বপূর্ন সময়।

২০১৪ বছরটি আমার জন্য সংগঠনিক বছর। নিজের কাজের চেয়ে সংগঠনের কাজেই ব্যস্ত থেকেছি বেশিরভাগ সময়। সফলও হয়েছি অনেক ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সাংগঠনি জীবন খুব সফল ও সুনামের সাথে শেষ করে এখন সংগঠনের জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ পেয়েছি। ২০১৩ সাল থেকে প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদে কাজ করছি। সর্বশেষ ২৭ ডিসেম্বর ২০১৪ নির্বাচত হলাম বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এর কেন্দ্রীয় কমিটিতে।

“নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস
ওপারেতে যত শুখ আমার বিশ্বাস”

প্রতিটি নতুন বছরেই মনে হয় পরবর্তি বছরটি ভালো আরো ভালো কাটবে।
সকল বন্ধু, প্রিয়জন, আত্বিয়, সংগঠক এর কাছ থেকে বেশি বেশি সহযোগীতার আশাকরি।

সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।
জয় হোক ২০১৫

Published
Categorized as Personal

By Hasan Mahmud

This is Hasan Mahmud from Bangladesh. I completed Masters Degree on Statistics from Jagannath University. I’m Extrovert in Nature and like to take challenge. Want to be a entrepreneur. Have involvement with Several Social and Cultural Organizations.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *